খাগড়াছড়িতে রিজিয়ন লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরণ
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে প্রত্যন্ত গ্রামের এক হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রিজিয়ন লেডিস ক্লাব। বুধবার (১৪ ডিসেম্বর) মুনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টায় স্থানীয়দের মাঝে শীতকম্বল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও রিজিয়ন লেডিস ক্লাবের সহ-সভানেত্রী বেগম রাবেয়া জাহাঙ্গীর।
প্রধান অতিথি বলেন, দূর্গম পাহাড়ি এলাকায় অনেকে শীতে কষ্ট পাচ্ছেন। তাই সে সব মানুষের পাশে থাকতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। লেডিস ক্লাব প্রতি বছরেই এমন উদ্যোগ নিয়ে থাকে। আগামীতেও মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে তিনি জানান।
তিনি আরো বলেন, তীব্র শীতে যেন স্বল্প আয়ের মানুষ কষ্টে না থাকে সে চিন্তা, চেতনা থেকে এ ধরনের উদ্যোগ নিয়ে মানবিক সহায়তার পাশপাশি শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি জানান। এ সময় তিনি শীতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
এতে রিজিয়ন লেডিস ক্লাবের সেক্রেটারি ডা: মাহফুজা আক্তার, কোষাধ্যক্ষ মোসাম্মৎ জিন্নাত মোস্তারী (বীথি) এতে অংশ নেন। এসময় রোকসানা পারভিন, ডা: নুসরাত-নুর- আম্বিয়া, সানজিদা দোলা, খাগড়াছড়ি সদর জোনের ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মোঃ শামীম রহমান, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাহিদ হাসান, ভাইবোনছড়া সেনা সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মোঃ শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন।