বন্যহাতি হতে রক্ষার্থে শিক্ষার্থীদের নিয়ে সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আয়োজনে রাইখালী রেঞ্জ বন্যহাতি হতে সতর্কতা বিলবোর্ড স্থাপন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় রাইখালী রেঞ্জের আওতাধীন ডংনালা ও বাঙ্গালহালিয়া এলাকায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে এ বিলবোর্ড বসানো হয়।অত্র এলাকায় বন্যহাতির ব্যাপক উৎপাত বৃদ্ধি পেয়েছে। যার ফলে মানুষের জানমাল ও ফসলাদি ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। তাই হাতি চলাচলের রাস্তা বা করিডোরে সতর্কতার সহিত চলাচলের জন্য এ প্রচার কার্যক্রম নেয়া হয়।
রাইখালী রেঞ্জ স্টাফ মোঃ হাসান জানান, এসকল এলাকায় বন্যহাতির উৎপাত বৃদ্বি পাওয়ায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে সতর্কতামূলক বিলবোর্ড বসানো হয়। রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান,ইদানীং অত্র এলাকায় বন্যহাতি বিভিন্ন স্থানে নিয়মিত চলাচল করছে। তাই সকলের শর্তকতামূলক স্কুল শিক্ষার্থীদের নিয়ে কাপ্তাই পাল্পউড বাগান এর প্রচার কার্যক্রম করা হয়। এসময় ইআরটি টিমের সকল সদস্য ও স্কুল শিক্ষার্থীরা বন্যপ্রাণী নিয়ে তাদের অনুভূতি ও ভালোবাসা প্রকাশ করে।