নানা আয়োজনে প্রতিষ্ঠার ১১৫ বছর পালন করলো চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল দুইদিন ব্যাপি নানা আয়োজনে প্রতিষ্ঠার ১১৫ বছর পুর্তি পালন করেছে। শনিবার সকাল হতে রাত ব্যাপি হাসপাতাল স্টাপ ক্লাবে পুরস্কার বিতরণ, সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারে প্রতিপাদ্য বিষয় “চির সবুজ তুমি অনন্য,স্বাস্থ্যসেবার জন্য”।
চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এতে সভাপতিত্ব করেন। কেকে কেটে হাসপাতালের ১১৫বছর পালন করা হয়। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন ৪১বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল সাব্বির আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিলিয়াম এসাংমা। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী আতাউল গনি ওসমানী, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকার , সীপকস কাপ্তাই উপশাখার সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার, ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, বাংলাদেশ সংবাদ সংস্থার স্টাফ রিপোর্টার জিগারুল ইসলাম জিগার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা প্রমুখ।
পরে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।