[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় ইকরা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

১০০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মেধা বিকাশের লক্ষ্যে মাটিরাঙ্গায় ইকরা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ৮ম শ্রেণির বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলার ১৪ টি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরিক্ষাটি অনুষ্ঠিত হয়।

উক্ত বৃত্তি পরিক্ষায় পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবুল হাশেম এবং কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সা: জ্ঞান, ধর্ম, আইসিটি সহ মোট ১০০ নম্বরের পরিক্ষায় ৩ ঘন্টা পরিক্ষা অনুষ্ঠিত হয়। চলতি মাসের ৩১ তারিখ বৃত্তির ফলাফল প্রকাশ সহ জানুয়ারির ১ম সাপ্তাহে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাছাইপূর্বক ১৫ জন শিক্ষার্থীদের সাধারণ ও ৫জনকে ট্যালেন্টফুল বৃত্তি প্রাপ্তদের সনদ ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হবে।

অভিজ্ঞতাভিত্তিক শিখন ফল অর্জনের জন্য পড়াশোনা করতে হবে জানিয়ে ইকরা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আলাউদ্দিন আল হেলাল বলেন, শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে এবং নিজেদের মেধা বিকাশে আগ্রহী করে তুলতে সংগঠনটির ক্ষুদ্র প্রয়াস। বৃহৎ স্বার্থে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম বলেন, শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। এ বৃত্তি পরিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে পরবর্তী শ্রেণিতে আরো ভাল ফলাফল করতে উৎসাহ প্রদান করবে।

প্রসঙ্গত, উপজেলার ৬০সদস্য বিশিষ্ট ইকরা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন টি একটি অরাজনৈতিক শিক্ষা ও জনকল্যাণ মূলক সংগঠন। সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠা হবার পর থেকে মাটিরাঙ্গায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে। বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান, করোনাকালীন গরিব ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচী সহ এরুপ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। এছাড়া বিভিন্ন সময়ে অত্র উপজেলার স্কুল কলেজ ও মাদ্রসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, এবারই প্রথম উপজেলার স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ৮ম শ্রেণির বৃত্তি পরিক্ষা চালু করা হয়েছে, এ ব্যবস্থা চালু থাকবে বলে জানান সংগঠনটির কর্তৃপক্ষ।