রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্নীতিপ্রতিরোধ দিবস পালিত
॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটির রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্নীতিপ্রতিরোধ দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৯ডিসেম্বর) সকাল ৯টায় রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করা হয়। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলা উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ । প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, কৃষি অফিসার আরিফুল ইসলাম, মহিলা সভা নেত্রী লংবতি ত্রিপুরা, আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার (ওসি ) জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা প্রমূখ।
এসময় বক্তরা রাজস্থলী উপজেলায় একটি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার অঙ্গীকার করেন।