[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইহাটে বিজিবি কর্তৃক ‘‘মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপনরামগড় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিত সভা অনুষ্ঠিতরাবিপ্রবিতে শিক্ষকদের রিচার্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতমানিকছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দাওয়াতে ইসলামীর স্বাগত জুলুসঅধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরীর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতমানিকছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও জুলাই গ্রাফিতি অনুষ্ঠিতকাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাজস্থলীতে নারী সমাবেশসাজেকের হালিমপুর গ্রামে বিদ্যুৎবঞ্চিতদের সোলার দিলেন মারিশ্যা জোনরাঙ্গামাটির লংগদুতে শুল্কফাড়িতে চলছে যেন চাঁদাবাজির মহোৎসবপৌর শ্রমিক দলের বিতর্কিত কমিটি অনুমোদন দেয়ায় বাঘাইছড়িতে সংবাদ সম্মেলন
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

৩৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে ও মানিকছড়িতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মানববন্ধন ও ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় মানিকছড়ি উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, দুর্নীতি প্রতিরোধ কমিটি, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা ইউনিট, রোভার স্কাউট, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের পর মানববন্ধন শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান’র সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা দুপ্রক সভাপতি মোঃ আতিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহি উদ্দিন আহম্মদ, রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, এসআই মো. নাজমুল হাসান প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৃহৎ আকারে ছড়িয়ে পড়েছে দুর্নীতি। সর্বগ্রাসী দুর্নীতির কবলে আজ বিপন্ন আজ মানবসভ্যতা। সমাজের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায়ে এর প্রভাব বিস্তার লাভ করছে। তাই দুর্নীতিকে জাতীয় উন্নয়নের অন্যতম অন্তরায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই আমাদের পক্ষে সমাজকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে না পারলেও তা কমিয়ে আনা সম্ভব। আর দুর্নীতি যদি কমিয়ে আনা যায় তাহলে দেশ উন্নয়নের দিকে আরো ধাপিত হবে। সেই সাথে ত্বরান্বিত হবে জাতীয় উন্নয়ন। সে জন্য নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিকে বিদায় জানিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার আহবান জানান বক্তারা।