দীঘিনালায় আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিরা দুর্নীতি বিরোধী মানবন্ধন ও আলোচনা সভায় অংশ নেয়। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জেসমিন চাকমা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, সভাপতির বক্তব্যদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম, বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক (ইউআরসি) মোহাম্মদ মাইন উদ্দিন।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, সহ-সভাপতি নীলুফার ইয়াসমিন, বিবেক আনন্দ চাকমা, কমিটির কার্য নির্বাহী সদস্য সীবু দে, ত্রিদ্রিব রায় পোমাং, সুমন চন্দ্র নাথ প্রবীর সহ যুব রেডক্রিসেন্ট ও রোভার স্কাউটের সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।