কাপ্তাইয়ে বশিউক নেভিরোড জামে মসজিদের অসমাপ্ত কাজের উদ্বোধন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে বশিউক নেভিরোড জামে মসজিদের অসমাপ্ত কাজের উদ্বোধন করেছে বনশিল্প চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব শহিদুল ইসলাম। শুক্রবার (৯ডিসেম্বর) দুপুর ২টায় কাপ্তাইয়ে বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ শহিদুল ইসলাম উক্ত মসজিদের অসমাপ্ত কাজের উদ্বোধন করেন।
মসজিদের অসমাপ্ত কাজের জন্য আরোও ২৭লাখ টাকা প্রদান করছে বনশিল্প চেয়ারম্যান। তিনি মসজিদের কাজ দেখে শুকরিয়া করেন। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ আতিকুর রহমান,চট্রগ্রাম রাবার বিভাগের মহা ব্যবস্থাপক মো.ঃ ফারুক হোসেন , কাপ্তাই এলপিসি ইউনিট শাখা সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিত রায়,সহ-ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম(মাঠ), নেভিরোড মসজিদ কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন ও সহ-ব্যবস্থাপক বিলাস কুমার বিশ্বাস(হিসাব)সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ। পরে দোয়া ও মুনাজাত করা হয়।