কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালন
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৯ডিসেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে মানববন্ধন ও র্যালী করা হয়। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রিস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা ওসি তদন্ত ইশতিয়াক আহমেদ ও উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা নিপুন চন্দ্র দাশন প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন মহিলা বিষয়ক অফিস সুপার ছালেহ আহম্মদ সেলিম।
সভা শেষে একজন নারীকে রোকেয়া দিবসে জায়িতা পুরস্কার প্রদান করা হয়।