সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক
রাষ্ট্রের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম-জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান
॥ মোঃ ইসমাইল হোসেন ॥
খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেছেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্রের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। খাগড়াছড়িতে সরকার যে কদিন দায়িত্ব পালনের সুযোগ দেবেন, তার পুরোটা সময়জুড়ে গণমাধ্যমের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক সৃষ্টিতে সচেষ্ট থাকবো। এছাড়াও দায়িত্বকালে সততা এবং নিষ্টার সাথে খাগড়াছড়ির অগ্রগতিতে সক্রিয় তৎপরতা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) শেষ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এছাড়াও তিনি খাগড়াছড়ি প্রকৃতি ও নিসর্গ নন্দনের গুরুত্ব অনুধাবন করে বলেন, এই জেলার পর্যটন সম্ভাবনাকে আরো বেশি বিকশিত করার পথে সাংবাদিকদের প্রয়োজনীয় পরামর্শ এবং আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নজরুল ইসলাম, জেলা প্রশাসকের স্টাফ অফিসার শাহিন আলম, দৈনিক অরণ্যবার্তা’র সম্পাদক চৌধুরী আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সাবেক সভাপতি নুরুল আজম, প্রেসক্লাবের সাবেক সা. সম্পাদক আজিম উল হক, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ চিংমেপ্রু মারমা, সাংবাদিক ইউনিয়ন’র সাবেক সা. সম্পাদক কানন আচার্য্য, চ্যানেল আই প্রতিনিধি আজহার আলী হীরা, বৈশাখী টিভির প্রতিনিধি অপু দত্ত এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি’র প্রতিনিধি সমির মল্লিক মতামত তুলে ধরেন।