কাপ্তাইয়ে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা মিলনায়তনে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনসার ভিডিপি প্রশিক্ষক এমরান হোসেনর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট ফয়জুল বারী। স্বাগতম বক্তব্য রাখেন কাপ্তাই আনসার ভিডিপি কর্মকর্তা ঝরনা রানী দেব। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান,খাদ্যগুদাম কর্মকর্তা নিপুন চন্দ্র দাশ,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন,সম্পাদক ঝুলন দত্ত। এসময় আনসার ভিডিপির ইউনিয়ন দলপতি, দলনেত্রী, উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডার, কোম্পানি কমান্ডার এবং ভিডিপি সদস্যরা অংশ নেন।
প্রধান অতিথি বলেন, আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে যেমন ঝাঁপিয়ে পড়ে এদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছে ঠিক তেমনি দেশের সার্বভোমৌত্ব রক্ষায় আনসার সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। পরে কর্মদক্ষতায় আনসার সদস্যদের মাঝে বাই-সাইকেল ও ছাতা ও নগদ অর্থ বিতরণ করা হয়।