[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

লংগদুতে ২৩৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

৪৩

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ২৩৫০জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৭ডিসেম্বর) সকালে লংগদু উপজেলা কৃষি অফিস মাঠে, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের তত্বাবধানে উক্ত রবি মৌসুমের প্রণোদনা বিতরণ করা হয়।

এসময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম (ঝান্টু), জেলা পরিষদের সদন্য আসমা বেগম, লংগদু থানা অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন স্থরের কর্মকর্তা কর্মচারীরা।

উক্ত সময়ে রবি/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ১৬৫০জন কৃষকের মধ্যে প্রত্যেক জনকে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ ও ৭০০ জন কৃষকের মধ্যে প্রত্যেককে ৫ কেজি করে উৎসী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।

লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আমরা চাইছি সঠিকভাবে কৃষি প্রণোদনা গুলো প্রান্তিক কৃষকদের মাঝে পৌঁছে দিতে। এতে সাধারণ কৃষকরা উপকৃত হবে। সরকারী প্রণোদনা গুলো একদম বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। কৃষকরা যদি সঠিক ভাবে প্রণোদনা গুলো কাজে লাগাতে পারে, তাহলে অবশ্যই সফলতা আসবে। এছাড়াও আমরা বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছি।