রাঙ্গামাটির নানিয়ারচরে প্রতিপক্ষের গুলিতে নিহত ১
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলার সাবেক্ষণ ইউনিয়নের রাঙিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে সুবাহু চাকমা ওরফে গিরি (৫৫) নামে একজন নিহত হয়েছে। নিহত সুবাহু আঞ্চলিক দলের স্থানীয় চাদা কালেক্টর বলে জানা গেছে। বুধবার (৭ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১নং সাবেক্ষ্যং ইউনিয়নে সূর্যমনি মুখ পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) দলের অবস্থান গোপন তথ্যের ভিত্তিতে খবর পেলে পাশ্ববর্তী মহালছড়ি উপজেলা থেকে জেএসএস (সংস্কার) দলের ১০/১২ জন সদস্যের ১টি সশস্ত্র গ্রুপ প্রতিপক্ষের উপর হামলা করে। হামলায় ইউপিডিএফ দলের চাঁদা কালেক্টর গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলে মারা যায়। সূত্রে আরো জানা যায়, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইউপিডিএফ দলের সক্রিয় কর্মী ও চাদা কালেক্টর ছিলেন। তিনি অত্র এলাকায় বিভিন্ন মানুষের থেকে চাঁদা সংগ্রহ করতেন।
এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাটির বিবরণ আমাদের টিম ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।