বিশ্বকাপ দেখার জন্য রঙিন টিভি উপহার দিলেন ইউএনও
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকার জেলেদের বিশ্বকাপ ফুটবল উপভোগ করার জন্য রঙিন টেলিভিশন উপহার দিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। বুধবার (৭ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্ণফুলী নদীর উপর নির্ভরশীল বিত্তহীন সমবায় সমিতির জেলেদের মাঝে ৩২ইঞ্চি রঙিন টেলিভিশন প্রদান করা হয়।
জানা যায়, চলমান বিশ্বকাপের উত্তেজনায় অংশগ্রহণ এবং বাকি ম্যাচ গুলো উপভোগ করার জন্য জেলে সমিতির সদস্যদের নির্বাহী অফিসারের নিকট একটি রঙিন টিভি’র আবেদন করেছিল। তারই প্রেক্ষিতে এ টেলিভিশন প্রদান করা হয়। নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান জানান, অনেকদিন ধরে জেলেরা টেলিভিশন দেবার জন্য আবদার করার ফলে তাদের ইচ্ছাটি পূরণ করেছি মাত্র।
টিভি প্রদানকালে কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, ইউপি সদস্য সরোয়ার হোসেন, শিলছড়ি জলদাস পাড়ার বিত্তহীন সমবায় সমিতির সদস্যরা সোনারাম জলদাশ, যদু জলদাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
টেলিভিশন পেয়ে জেলেরা কাপ্তাই উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।