পানছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘২০২২-২৩ অর্থবছরে রবি/২০২২-২৩ মৌসুমে ভূট্টা,সরিষা ও সূর্যমুখী উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির প্রণোদনা কর্মসূচী’র আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা হর্টিকালচার সেন্টারের আয়োজিত অনুষ্ঠানে কৃষকের মাঝে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ৪০০জন, ভুট্টা ১৫০জন, সূর্যমুখী ৬০জন, বোরো উফশী ৮০০জন এবং বোরো হাইব্রিড ১৩০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এসময় প্রত্যেকের জন্য বিনামূল্যে ১কেজি সরিষার বীজ ১০কেজি এমওপি ও ১০কেজি ডিএপি, ভুট্টার জন্য ২কেজি বীজ ১০কেজি এমওপি, ২০কেজি ডিএপি, সূর্যমুখীর জন্য ১কেজি বীজ ১০কেজি এমওপি, ১০কেজি ডিএপি, বোরো উফশীর জন্য ৫কেজি বীজ ১০কেজি এমওপি, ১০কেজি ডিএপি এবং বোরো হাইব্রিড এর জন্য ২কেজি বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ, উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুমদার এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীগণ।