থানচিতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত
॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥
বান্দরবানে থানচিতে প্রথমবারের মতো আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সমাবেশের মধ্য দিয়ে মিলন মেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) অধিদপ্তর আয়োজনে সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ আবুল মনসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম।
এ সমাবেশে উপলক্ষে আলোচনা সভায় লামা উপজেলা ভিডিপি প্রশিক্ষক মোঃ হিরু সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ রায়হানুল কাদের, বান্দরবান জেলা শাখা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক মোঃ আবু রাসেল, উপজেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সমীর বড়ুয়া প্রমুখ। এছাড়াও উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠানে শেষে উপজেলা ভিডিপি সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, মানবতা সেবা ও গুনগত ভাল কাজের স্বীকৃতির স্বরূপ বিভিন্ন ক্যাটাগড়িতে থানচির চার ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়।