কাপ্তাই ন্যাশনাল পার্কে ১৪ফুট দৈর্ঘ্য অজগর সাপ অবমুক্ত
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই ন্যাশনাল পার্কে ১৪ফুট দৈর্ঘ্য অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। শনিবার (৩ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকতা ন্যাশনাল পার্কের গভীর অরণ্য এ সাপটি অবমুক্ত করে।
রেঞ্জ কর্মকতা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, সাপটি রাঙ্গামাটি জেলের জালে আটকে ছিল। পরে বন বিভাগকে খবর দেয়া হলে সাপটি উদ্বার করা হয়। এটির দৈর্ঘ্য ১৪ফুট ওজন প্রায় ১৫/১৬কেজি হবে বলে জানান তিনি।
অবমুক্ত করার সময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।