দীঘিনালায় নানা আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি পালন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ডিসেম্বর) সকালে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে শোভাযাত্রা আয়োজন করা হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন, দীঘিনালা সেনা জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক, মেজর মুহিত ইবনে জামান খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, ক্যাপ্টেন এমএ মোমেন শিহাব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জসিম, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী, ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যাতি চাকমা, ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং জেএসএস (এমএন লারমা) উপজেলা কমিটির সাধারণ সম্পাদক চয়ন বিকাশ চাকমা, ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা, বাজার চৌধুরী জেসমিন চাকমা, কবাখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রমূখ।
শোভাযাত্রাটি কবাখালী বাজার থেকে শুরু হয়ে বোয়ালখালী বাজার প্রদক্ষিণ শেষে দীঘিনালা জোন সদরে গিয়ে শেষ হয়। একই সময়ে বাচা মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়, এসময় ৩শতাধিক রোগীর চিকিৎসাসেবা সহ বিনামূল্যে ঔষধ সামগ্রী প্রদান করা হয়। এছাড়া একই সময়ে জারুলছড়ি এলাকায় ২শতাধিক অসহায় গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছবি আকা প্রতিযোগিতা এবং শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সর্বমোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদানসহ সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। দুপুর সাড়ে ১২টায় দীঘিনালা জোন সদরে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হবে।