কাপ্তাইয়ে ১০ আর,ই ব্যাটালিয়নের আয়োজনে শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাইয়ের ১০ আর ই ব্যাটালিয়নের আয়োজনে শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি পালন করা হয়েছে। শুক্রবার (২ডিসেম্বর) সকালে লেকশোর জীবতলী আর্মি ক্যাম্পের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ মাঠ হতে পিকনিক স্পট পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালী করা হয়। র্যালী উদ্বোধন করেন, ১০ আর, ই অধিনায়ক লেঃ কর্ণেল রোমান জামান, পিএসসি। এবারের শান্তিচুক্তির প্রতিপাদ্য বিষয় ছিলো “ঐক্যের মাঝে শান্তি পাই পাহাড়ী বাঙালী ভাই, ভাই”। র্যালীতে স্কুল,কলেজ,হেডম্যান কার্বারী, শিক্ষক, মেম্বার সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ১০আর,ই অধিনায়ক লেঃ কর্ণেল রোমান জামান, পিএসসি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ডিসেম্বর ১৯৯৭সনে শান্তিচুক্তি (পার্বত্য চুক্তি) করেছে। এ শান্তিচুক্তি (পার্বত্য চুক্তি) করার ফলে পাহাড়ে শান্তির সুবাতাস বইছে। পাহাড়ে উন্নতি অগ্রগতির ধারা অব্যাহত রাখার জন্য সকলে একযোগে কাজ করার আহবান জানান তিনি। এসময় ব্যাটালিয়নের অফিসার, জেসিও,অন্যান্য পদবীর সৈনিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও শান্তিচুক্তির ২৫বছর পালন উপলক্ষ্যে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।