আগে অস্ত্র ত্যাগ করুন, এরপর শান্তি চলে আসবে: দীপংকর তালুকদার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, আগে অস্ত্র ত্যাগ করুন, এরপর শান্তি চলে আসবে। অবৈধ অস্ত্র দিয়ে পাহাড়ে শান্তি আসবে না। । শুক্রবার বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির ২৫তম সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আমাদের নেতাদের হত্যা করছেন। পাহাড়ে অরাজকতা করছেন। আবার শান্তির কথা বলেন। আ.লীগ সরকার আন্তরিকতার সাথে চুক্তির বেশিরভাগ ধারা বাস্তবায়ন করে ফেলেছে। বাকী ধারাগুলো বাস্তবায়ন হবে। এটা একটা চলমান প্রক্রিয়া।
তিনি আরও বলেন, পাহাড়ে আজ উন্নয়নের জোয়ার বইছে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক সবগুলো স্থানে উন্নয়ন হয়েছে। আ.লীগ ইতিহাস সৃষ্টি করেছে। এই উন্নয়ন ইতিহাসে ঠাঁই হয়ে থাকবে।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি রিজয়নের রিজয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি, রাঙ্গামাটি বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম, পিএসসি, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, পুলিশ সুপার মীর আবু তৌহিদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।
এর আগে দিবসটি উপলক্ষে শহরের কলেজ গেইট এলাকা থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে এসে মিলিত হয়।