[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিজিবির বিভিন্ন কর্মসূচি

৩৭

॥ মোঃ আলমগীর হোসেন,লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ৩৭ বিজিবি জোনের আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর উদযাপন উপলক্ষে সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও গনশুনানী অনুষ্ঠিত হয়। শুক্রবার (০২ ডিসেম্বর) সকাল দশটায় বর্ডারগার্ড কিন্ডারগার্টেন স্কুল থেকে একটি শান্তির র‌্যালী বের করে রাজনগর বিজিবি জোন মাঠে এসে শেষ হয়।

এরপরপর জোনের সভাকক্ষে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, হেডম্যান, কারবারী, সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে গনশুনানী অনুষ্ঠিত হয়। গনশুনানী শেষে দুই শতাধিক অসহায় হতদিরদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ ও মেডিকেল কেম্পেইন এর মাধ্যমে ওষুধ বিতরণ এবং স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের জোন কমান্ডার লে.কর্নেল মোঃ সাকিল, মেডিকেল অফিসার ক্যাপ্টেন রসুল আমিন,এডি হাফিজুর রহমান,গুলশাখালী বর্ডারগার্ড মডেল কলেজের প্রভাষক ফজলুর রহমান,গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,ভাসান্যদম ইউপি চেয়ারম্যান হযরত আলী সহ অনেকেই।

বক্তব্যে জোন কমান্ডার লে.কর্নেল শাহ মোঃ সাকিল আলম এস পি পি বলেন, শান্তি সম্প্রীতি বজায় রেখে সকলকে কাজ করে যেতে হবে। এসময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স জারি রেখেছি। কোন অবস্থায় মাদকদ্রব্যসহ কোন প্রকার অপরাধের সাথে আমাদের আপোষ হবেনা। তাছাড়া সকল প্রকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আসছি। যে সকল সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিনষ্ট করে তাদের কোন জাত, ধর্ম নাই। তারা কোন গোষ্ঠীর হতে পারেনা।