নানিয়ারচরে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি ২৫তম বর্ষপূর্তি উদযাপন
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটির নানিয়ারচরে পার্বত্য শান্তি চুক্তির ২৫’তম বর্ষপূতি উদযাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ হতে শান্তির পায়রা উড়িয়ে ২৫’তম বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা শুরু করে নানিয়ারচর জোন (১০বীর)। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে বিশাল একটি র্যালী নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
এসময় নানিয়ারচর জোন উপ-অধিনায়ক জাওয়াদ বিন ফারুক, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, এডজুটেন্ট ক্যাপ্টেন শাকিব, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, অফিসার ইনচার্জ সুজন হালদারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও আয়োজিত সকল কর্মসূচীতে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সেনাবাহিনী, পুলিশ, আনসার ভিডিপিসহ সর্বস্থরের জনগণ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করে। র্যালী শেষে অতিথিরা নানিয়ারচর জোনের আয়োজনে এলাকার শীতার্ত, অসহায় ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শান্তিচুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে নানিয়ারচর জোন কর্তৃক আনন্দ শোভাযাত্রা ছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পিং, শীতবস্ত্র বিতরণ, ফ্রি ডায়াবেটিস পরিক্ষা ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন হয়েছে।