কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন লক্ষ্যে প্রস্তুতি সভা
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এসময় প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইশতিয়াক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী প্রমুখ।
সভায় যথাযথ মর্যাদায় দিবস গুলো উদযাপন এর লক্ষ্যে বিস্তারিত কর্মসূচী গ্রহন করা হয়।