[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপনবাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের নববর্ষ উদযাপনরাঙ্গামাটির বাঘাইছড়িতে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রামাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে উপজেলা প্রশাসনের বর্ষবরণ শোভাযাত্রাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ করেছে বিএনপিবান্দরবানের থানচিতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সাংগ্রাই উৎসবখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধনঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টা
[/vc_column_text][/vc_column][/vc_row]

লেদু কহিলো আর কত্ত, এইবারতো বিদ্যুতেও মারিতেছে, সারা বছরই জেঠা-জেঠিগোরে চুষিয়াই খাইলি

১২২

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। আমাগো শেখ হাসিনা জেঠিতো ব্যাটা করোনার টুঁটি চাপিয়াই ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া খাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। জোট বাধিঁয়াছে ওমিক্রন। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে, কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি আপুত্তি-বিপুত্তি। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমজেঠা-জেঠিরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপুনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং এখন হরদম। বেকার এই জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো, আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউ¹া…

আমাগো রফিক জেঠা কহিলো, ইটভাটার বিরুদ্ধে মহামান্য হাই কোর্টর বারংবার আদেশ থাকা সত্বেও এখনো বহুত উপুজিলায় দেদারসে ভাটায় ইট পোড়াচ্ছেন অনেকে। আধেম নিয়ম কানুন হ¹ল বিষয় তোয়াক্কা না করিয়া বান্দরবানের লামায় ৪০ইট ভাটায় কাজ চালাইয়া যাইতেছন মালিক পক্ষ। জানিতে চাহিলে উল্টো মামলা হামালার হুমকী দিতাছে। লোকাল জেঠা-জেঠিরা কহিলো এই বেআইনী কাইজ কাম চলিলেও প্রশাসন আইনী কাজ চালাইতেছেন না। কথা হইলো এই বেআইনী কাইজ কামরে বিরুদ্ধে বারংবার পুতিবাদ জানাইতে হইবে না হইলে বেআইনীই চলিতে থাকিবে, চিন্তায় আছি…

আমাগো মুন্ত্রী বীর জেঠা কহিলো, প্রধামুন্ত্রী শেখ হাসিনা তৃতীয় কাহারো সাহায্য ছাড়াই পার্বইত্য চট্টগ্রামের শান্তি স্থাপন করিয়াছেন। পাহাড়ের আনাচে কানাচে উন্নয়নই হইলো শেখ হাসিনার অবদান। নানান বিষয়ের উন্নয়নে পাহাড়বাসী বহুত আগাইয়াছে। তয় স্বাধীনতা বিরোধীরাই আমাগো শান্তি এল বঙ্গবন্ধুরে হত্যা করিয়াছিল। শেখ হাসিনারেও হত্যা চেষ্টা চালাইতেছে। দেশ বিরোধী চক্রান্তকারীগোর দিকে নজর রাখিতে হইবে। কথা হইলো ঘরের ইঁন্দুর বেড়া কাটে, যারা পিছনের দরজা দিয়া ঢুকিয়া পড়ে তাঁগোর বিষয়েও হজাগ থাকিতে হইবে, চিন্তায় আছি…

আলমগীর জেঠা কহিলো, লগুদু উপজিলায় এক যুবকের মরদেহ উদ্ধা করিয়াছে থানার পুলিশ। গেল বিষুধবার রাইতে বিশ্বকাপের খেলা দেখিয়া বাড়ি ফেরার পথে কেবা কারা তারে হত্যা করিয়া পলাইয়াছির। পরে ভোর সকালে পোলাপাইন মক্তবে যাইবার সমুয় পরিত্যাক্ত যুবকরে দেখিয়া গ্রামবাসীরে খবর দিলে পরে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় সন্দেহভাজন একেরে জিজ্ঞাসাবাদ করিতেছে পুলিশ। যা মনে হইতেছে শষ্যের ভিতর ভুত রহিয়াছে, চিন্তায় আছি…

বিজয় জেঠা কহিলো, আমাগো শহরের যত্রতত্র খালি ময়লা আর ময়লা। পৌরসভার দায়িত্বপ্রাপ্ত জেঠা-জেঠিরা মনে চাইলেই পুরিস্কারের কাইজ কাম চালায়। ব্যস্ত সড়কগুলাইনের দুইপাশ খালি ফেরিওয়ালাগোর দখলেই থাকে। দিনের পর সন্ধ্যা নামিলেই রাইত পর্যন্ত পথচারী আর পর্যটকরা বেকায়দায় পড়িতেছে। বাজার এলাকাগুলাইনের পুরস্থিতিতো বহুত চরমে। পথচারী, পর্যটক, ক্রেতা বিক্রেতারা তাগো উচ্চিষ্ট গুলাইন যত্রতত্র ফেলনের কারনেও ময়লার স্তুপ জমিতেছে। নাগরিকগোরে ভালা রাখিবের কথা থাকলেও পৌরসভা কর্তৃপক্ষ তাঁগো কোন কথাই সঠিকভাবে পালন করিতে পারিতেছেনা। নেতারাতো খালি পল্টি মারনের তালেই রহিয়াছে। কথা হইলো ক্ষেমতায় একবার যাইতে পারিলেই কেল্লা ফতে। তয় নির্বাচন আসিলে হারে হারে টের পাইবে, চিন্তায় আছি…

আবুল জেঠা কহিলো মাটিরাঙ্গায় আমামীলীগ-বিএনপি’র পাল্টাপাল্টি চিল্লাফাল্লার কর্মসুচী দেওনের কারনে লোকাল প্রশাসন হান্ড্রেট ফোরটি ফোর জারি করিয়াছে। নির্বাচনরে সামনে লইয়া বহুতে এখুন ঢালপালা লইয়াও আগাইতেছে। খালি চেয়ার দখলের পালা। দেশের জেঠ-জেঠিরা জ্বলিয়া মরিলেও খবর নাই। কথা হইলো দেশের পুরিস্থতিতো রাজনৈতিক দলগুলাইনের নির্বাচন নির্বাচন খেলা আরম্ব হইয়াছে। তয় জেঠা-জেঠিরা বেপরোয়া যাহাতে গোল না খায় হেই দিকেই খেয়াল রাখিতে হইবে, চিন্তায় আছি…

আকাশ জেঠা কহিলো, সৎ মা’রে হত্যা করনের দায়ে ছেলেরে যাবৎজীবন কারাদন্ড দিয়াছেন আদালত। গেল সমবার এই মামলার রায় ঘোষানা করিয়াছেন জেলা ও দায়রা জজ দালতের বিজ্ঞ বিচারক মোঃ ফজলে এলাহী ভূইয়া। সম্পত্তি ভাগভাটোরা লইয়া ১৯৯৮ সালের জুন মাসে সৎ মা’রে খুন করিয়াছে ছেলে আলি আহাম্মদ পরে তার বিরুদ্ধে হত্যা মামলা হইয়াছির। গেল সমবার আদালত এই মামলার রায় দিয়াছেন। আদালতের রায়ে হেইখানের জেঠা-জেঠিরা খুশি হইয়াছে।

আবার আমাগো মাত্তাল লেদু কহিলো আর কত্ত, এইবারতো বিদ্যুতেও মারিতেছে। সারা বছরই জেঠা-জেঠিগোরে চুষিয়াই খাইলি। ক্ষেমতার অধিকারী হইয়া রাজনৈতিক লেজুরভিত্তি চালাইয়া শহর নগরের অসহায় জেঠা-জেঠিরে ভালবাসার পল্টি মারিয়া লাগাতারই ছেঁচড়াইতেছে। জন্ম নিবন্ধন লইয়া বহুতে কহিলো যেই অত্যাচারিত হইতেছি তয় মানবকুলে আর জন্ম লওনের দরকার নাই। ঢের ভালা পাখি হইয়া জন্মিলে গোটা পুত্থিবী ঘুরিলেও, পাসপোর্ট, ভিসা, পুরিচয়পুত্র, জন্ম নিবন্ধুনের দরকার হইবে না। এই কামে, হেই কামে বহুতে ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে, আবার নানান কিছিমের আকাম লইয়াও দৌড়াইতেছে। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। তয় কি ভালোভাসা, বহুতেতো বাসাবাড়িও দখল করিতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…

ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-

পা.স.চি.জে.মি.ব.

২৭ নভেম্বর, ২০২২ খ্রিঃ