রাঙ্গামাটিতে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিমকে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সেই সাথে ১০ লক্ষ টাকা জরিমানা করেছেন রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ রায় প্রদান করেন।
রায়ে বিজ্ঞ বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন রায়ে আসামী করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বিদ্যালয়ের ছাত্রাবাসের ভিতরে তার ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছেন মর্মে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামীর উক্তরুপ কার্য দ্বারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় শাস্তি যোগ্য অপরাধ করার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় আসামী মোঃ আব্দুর রহিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারা মোতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সহ ১০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট রাজীব চাকমা আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এটি একটি যুগান্তকারী রায়, এই রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। আশা করছি এই রায়ের ফলে ভবিষ্যতে এই ধরণের অপরাধ কার্যক্রম কমে আসবে এবং এই রায় কার্যকর হবে। তবে আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোক্তার আহমেদ বলেন, এই রায়ে আমরা ন্যায় বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো। আমাদের বিশ্বাস উচ্চ আদালত ন্যায় বিচার করবে এবং আমরা আশা করছি আপিলে আসামী নির্দোষ ও খালাস হবে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টম্বর ২০২০ তারিখে ভিকমিটকে আসামী ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না জানানোর জন্য ভিকটিমকে হুমকী দিয়ে ছেড়ে দেন। পরে ঘটনার দু’দিন তার শারীরিক অবস্থা খারাপ হলে বিষয়টি মা’কে জানান। পরে তার মা গত ৫ অক্টোবর ২০২০ইং লংগদু থানায় মামলা দায়ের করেন।