বান্দরবানে এসএসসিতে পাসের হার ৭৮.৩৬%: শীর্ষে বান্দরবান ক্যান্টঃ পাবলিক স্কুল ও কলেজ
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
সারাদেশের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে। এবার বান্দরবানের এসএসসি পাসের হারের সংখ্যা দাড়িয়েছে ৭৮.৩৬%। শীর্ষে রয়েছে বান্দরবান ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। জিপিএ-৫ পেয়েছেন ৭৩ জন, পাশ করেছেন ১শত ৪৫ জন শিক্ষার্থীর। তবে গতবারের তুলনায় এইবারের পাশের হার কমেছে। গতবারের এসএসসি পাসের হারের সংখ্যা ছিল ৯০.৭৭ শতাংশ।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এই ফলাফল প্রকাশিত করা হয়। জেলা শিক্ষা অফিসার দেওয়ার তথ্য মতে, বান্দরবানে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর অংশগ্রহণ করেন ৪ হাজার ৬শত ৭৭ জন। তারমধ্যে পাশ করেছেন ৩হাজার ৬শত ৬৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ২শত ৪৭ জনের। এছাড়াও মাদ্রাসার দাখিল ৯৮৮ জন এবং এসএসসি ভোকেশনাল ১১৯ জন পরিক্ষাতে অংশগ্রহণ করেন। তবে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের জিপি-৫ না পাওয়াতেই হতাশ প্রকাশ করেছেন।
বান্দরবান জেলা শিক্ষা অফিসারে সুরিৎ কুমার চাকমা বলেন, গতবারের তুলুনায় এইবারের জেলা শহর বান্দরবানে পাশের হার কম। এর কারণ প্রত্যন্ত এলাকায় সহজেই ইন্টারনেটের ব্যবহার করে অনলাইন ক্লাস করতে পারেনি অনেক স্কুল শিক্ষার্থীরা। তাই আগামীতে শিক্ষার প্রতি আরো গুরুত্ব দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।