কাপ্তাই বিউবো মাধ্যমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ২২জন, পাশের হার ৯৬.৫৯%
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় হতে এইবছর এসএসতিতে অংশ নেওয়া ৮৮জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং এ বিদ্যালয় হতে মোট পাশের হার ৯৬.৫৯%। এছাড়া মোট ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, এই বছর এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয় অত্যন্ত ভালো ফলাফল অর্জন করেছে। এজন্য তিনি বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ.টি.এম আব্দুজ্জাহের, ডিএম মো জালাল উদ্দিন, কাপ্তাই উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।