[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গা ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কাউন্সিল:উপজেলার নেতৃত্বে ডলী, কলেজের অনিতা

২৭৯

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, মাটিরাঙ্গা উপজেলা শাখার ১৫তম ও কলেজ শাখার ১৩তম দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় মাটিরাঙ্গার উপজেলার জল পাহাড় পার্ক মিলনায়তনে সংগঠনের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি প্রবাস কান্তি ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শাসছুল হক। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা এবং প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মাচাং নয়ন ত্রিপুরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মাটিরাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ (ভাঃ) প্রশান্ত ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, টিএসএফ, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, হরিপদ্ম ত্রিপুরা, টিএসএফ, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের বান্দরবান জেলার জেলা কর্মকর্তা ধন রঞ্জন ত্রিপুরা, মাটিরাঙ্গার অযোধ্যা মৌজার হেডম্যান জয়া ত্রিপুরা, টিএসএফ, চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভাপতি খুশী কৃষ্ণ ত্রিপুরা, টিএসএফ, কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মলেন্দ্র লাল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক মাচাং নক্ষত্র ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলার কার্বারী এসোসিয়েশনের সভাপতি বিরিন্দ্র কিশোর ত্রিপুরা বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

সভায় সংগঠনের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিক রঞ্জন ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা শাখার ছাত্রী বিষয়ক সম্পাদিকা ঝর্ণা ত্রিপুরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য সচিব ও টিএসএফ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাচাং টিটু ত্রিপুরা।

প্রথম অধিবেশনের পরে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য সচিব টিটু ত্রিপুরা’র সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২৩-২০২৪ কার্যমেয়াদে ডলি ত্রিপুরাকে সভাপতি, দিগেন্দ্র ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও নয়ন জ্যোতি ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক করে ১৭সদস্যবিশিষ্ট উপজেলা শাখা এবং অনিতা ত্রিপুরাকে সভাপতি ও সুবল বিকাশ ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট মাটিরাঙ্গা কলেজ শাখা কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটিদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাচাং নয়ন ত্রিপুরা।