দীঘিনালায় ইউনিয়ন পরিষদ‘র নির্বাচনের ভোট ২৯ডিসেম্বর
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ এর নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। গত ৭নভেম্বর ২০২২ তারিখে স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০এর বিধি ১০অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালা ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারন সদস্য্য পদে নির্বাচনের জন্য সময়সূচীর প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞানপনে উল্লেখ করা হয়েছে আগামী ১ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের, ৩ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই, ১০ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ২৯ডিসেম্বর বৃহস্পতিবার ভোট গ্রহণ।
দীঘিনালা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহেনসা লতিফুল খায়ের বলেন, প্রথম দীঘিনালা উপজেলায় ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৯ডিসেম্বর ইলেক্টনিক ভোটিং মেশিনের (ইভিএম) এর মাধ্যমে ভোটারা ভোটারধিকার প্রয়োগ করবে।
৯টি ওয়ার্ডে ৯টি ভোট কেন্দ্র ৪২টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটারের সংখ্যা ১২৩০৪ জন, নারী ভোটার ৬১৩৫জন ও পুরুষ ভোটার ৬১৬৯জন।
দীঘিনালা ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা বলেন, ইভিএম এর মাধ্যমে এই প্রথম দীঘিনালায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সরকারকে আমি সাধুবাদ জানাই। যেহেতু ভোটরা ইভিএম মাধ্যমে কিভাবে ভোট প্রয়োগ করবে তা জানেনা। তবে ভোটারদের মাঝে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দীঘিনালা ইউনিয়ন‘র আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিদ্যুৎ বরন চাকমা বলেন, ইভিএম এর মাধ্যমে ভোট প্রয়োগ করতে সময় কম লাগে এবং ভোটারা তাদের ভোটারাধিকার নিশ্চিত ভবে প্রয়োগ করতে পারে এতে কোন কারচুপি হয় না। দীঘিনালায় এই প্রথম ইভিএম মাধ্যমে ভোট গ্রহন করা হবে, ভোটারদের ব্যপক প্রচার প্রচার প্রচারনা ও ভোট প্রয়োগের নিয়ম-কানুন সম্পর্কে প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে।