[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালনরাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি ব্রিজ ভেঙ্গে যেতে পারে পড়ার যে কোন সময়খাগড়াছড়ির দীঘিমালায় হর্টিকালচার সেন্টার’র চাষীদের মাঝে চারা বিতরণবান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তামাক চুল্লিতে আগুন, ব্যাপক ক্ষতিবাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জন
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির লংগদু উপজেলায় যুবকের লাশ উদ্ধার

১৫১

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদুর গুলশাখালী ইউনিয়নের খাটবাড়িয়া এলাকায় রাস্তায় পড়ে থাকা অবস্থায় বাবুল মিয়া (৪৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ। বৃহস্পতিবার ( ২৪ নভেম্বর) সকালে মক্তবে যাওয়া শিশুদের দেওয়া তথ্যমতে এলাকার সাধারণ মানুষ খবর পেয়ে স্থানীয় প্রশাসন কে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

জানা যায়, বাবুল মিয়ার (৪৫) বাড়ি ৩নং গুলশাখালী, ৯নং ওয়ার্ড রহমতপুর এলাকার বাসিন্দা। স্বভাব চরিত্রেও সে অত্যন্ত ভালো ছিল বলে স্থানীয়রা জানান।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে প্রায় ১২টা পর্যন্ত বাবুল মিয়া তার বোন জামাইর দোকানে ফুটবল খেলা দেখে বাসায় চলে যায়। তখন অন্যরাও বাসায় ফেরার সময় স্থানীয় কয়েকজন নুরুল ইসলাম নামে এক যুবককে তার বাসার দিকে যেতে দেখে। পরবর্তীতে ভোর আনুমানিক ৬টার দিকে মক্তবে যাওয়ার সময় বাচ্চারা রাস্তায় পরে থাকা অবস্থায় যুবককে দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা প্রশাসনকে খবর দেয়।

অপরদিকে বাবুল মিয়ার বোন জামাই ফুল মিয়া নুরুল ইসলাম সম্পর্কে জানান, আমার জানামতে শ্যালক বাবুল মিয়া নুরুল ইসলামের নিকট প্রায় দুই লক্ষ টাকার মত পায়। পাওনা টাকার বিষয়ে রাতেও সে তার বাসায় যায় বলে আমরাও জানতে পারি। পরবর্তী সকালে খবর পাই সে রাস্তায় মৃত অবস্থায় পড়ে রয়েছে।

এবিষয় নুরুল ইসলামের কাছে জানতে চাইলে প্রথমে তিনি বলেন, আমার বাসা যুবলক্ষ্মী পাড়া, আমি এতো দুর থেকে রাতের বেলায় ওনার বাসায় কেন আসবো। আমি রাতে আমার বাসায় বস্তায় জলপাই প্যাকিং করতে ছিলাম। তবে কিছুক্ষণ পর তাকে ঘটনাস্থলে দেখেছে এমন প্রত্যক্ষদর্শীদের থেকে সাক্ষাৎ নেওয়ার সময় সে এসে বলে, স্যার আমি মিথ্যা বলেছি, আমি গতরাত প্রায় ১২টার দিকে তার বাসায় যাই কিছু টাকা নেওয়ার জন্য। একথা বলে সে (বাবুল মিয়া) ৫ হাজার টাকা তার থেকে ধার নিয়ে চলে যাই। পরে জানতে পারি সে মারা গেছে।

গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, এবিষয়ে এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। পুলিশ তদন্ত করলে বিস্তারিত বলা যাবে।

এ ঘটনায় লংগদু থানার বাঘাইছড়ি সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী, তদন্ত ওসি সানজিদ আহমেদ সহ লংগদু থানার একটি টিম ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নুরুল ইসলাম নামের উক্ত যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তদন্তের পর আইনী ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে।