বান্দরবানে ইয়াবাসহ কিশোর আটক
॥ বান্দরবান উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের অভিযান চালিয়ে ইয়াবাসহ নুরুল আবছার (২০) নামে কিশোরকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে জেলা শহর বান্দরবান বিশ্ববিদ্যালয় সামনে পাকা রাস্তা উপর তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি নুরুল আবছার (২০), সে উখিয়া রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিলেটছড়া গ্রামে পেটান আলী ছেলে।
মাদকদ্রব্য সূত্রে জানা গেছে, বান্দরবান বিশ্ববিদ্যালয় সামনে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে অভিযান চালিয়ে নুরুল আবছার(২০) নামে এক মাদক ব্যবসায়ী কাছ থেকে ২শত পিস ইয়াবা সহ একটি মোবাইল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারের মূল্য ষাট হাজার টাকা।
বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক মোঃ আফজাল হোসেন বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তিকে সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।