খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), কর্তৃক শীতবস্ত্র বিতরণ
॥ মো: আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন কর্তৃক অত্র জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালের দিকে এসব শীতবস্ত্র বিতরণ করেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোনের অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
এ সময় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)’র অধীনস্থ বড়নাল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার শতাধিক গরীব ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
এছাড়া, ৫০ জন ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের মাঝে তাদের পরিধেয় বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় বড়নাল বিওপি কমান্ডারসহ অন্যান্য সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।