কাপ্তাই সুইডেন পলিটেকনিকে সুশাসন প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভা
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে সুশাসন প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার (২৪নভেম্বর) সকাল ১১টা হতে ২টা পর্যন্ত কাপ্তাই পুলিশ সার্কেল ও বিট পুলিশের সহযোগিতায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে সভাটি অনুষ্ঠিত হয়।
অংশীজনদের অংশগ্রহণে সুশাসন প্রতিষ্ঠা শীর্ষক মত বিনিময় সভায় ইনস্ট্রাক্টর মোঃ ইকবাল হায়দারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তাই সার্কেল রওশন আরা রব। স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন ও সুইডেন পলিটেকনিক মেকানিক্যাল বিভাগীয় প্রধান মোঃ ওমর ফারুক। মতবিনিময় সভায় মাদক, ইভটিজিং, মেসভাড়া,পরিবহণ ভাড়া বৃদ্বি, বহিরাগতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে প্রাইমারী প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া, নতুনবাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক ইকরামুল হক, সিএনজি সমিতি সম্পাদক দিদারুল আলম, মেস মালিক মোঃ জুয়েলহ, ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত থেকে মতামত ব্যক্ত করে।
এসময় প্রধান অতিথি বলেন, কোন ছাত্র যদি মাদকদের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং কেউ অন্যায় করলে প্রশাসন ও নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানকে অবগত করার জন্য আহবান জানান।