[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে গমের নতুন জাত প্রদর্শনীর উপর প্রশিক্ষণ

৩৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

বাংলাদেশ গম ও ভুট্ট গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের বাস্তবায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় খাগড়াছড়ির মানিকছড়িতে নতুন জাত প্রদর্শনীর উপর কৃষক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে কারিতাস অফিসে কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান’র সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান। প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ গম ও ভুট্ট গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আহসান হাবিব। প্রশিক্ষণ শেষে উপজেলার ২০জন প্রান্তিক চাষীদের মাঝে জনপ্রতি ১২ কেজি গমের বীজ ও ৬৮কেজি বিভিন্ন ধরনের সার বিতরণ করা হয়।

এসময় বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, গম চাষে খরচ কম। তাছাড়া ভালো ফলন ও দাম পাওয়া গেলে বেশ লাভবান হওয়া যায়। তাছাড়া গমের কোনো কিছুই ফেলে দিতে হয় না। গম বিক্রির পর গমের আটি বিক্রি করেও টাকা আয় করা যায়। তাছাড়া গম গাছে রোগবালাই কম হয়। সেচসহ অন্যান্য খরচও খুব কম লাগে। তাছাড়া কৃষকদের আগ্রহী করে তুলতে বিনামূল্যে কৃষকদের বীজ ও সার বিতরন করা হচ্ছে। যাতে কৃষকরা গম চাষাবাদে আগ্রহী হন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান জানান, গম চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়া অন্য ফসলের তুলনায় গম চাষের খরচ কম হওয়ায় আগের তুলনায় গম চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। আশা করি গম চাষে আগামীতে কৃষকরা আরো আগ্রহী হবে।