মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে আহত ১: অস্ত্র ও গুলি উদ্ধার
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুইপক্ষের গোলাগুলিতে অনুপম চাকমা (৩৫) নামের এক যুবক আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) রাত প্রায় ৮টায় উপজেলার বড়নাল ইউনিয়নের তৈলাফাং নামক এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাত ১১ টায় বিজিবি ও পুলিশ উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় চট্রগ্রাম মেডিকেলে পাঠানো হয়। আহত অনুপম চাকমা খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি ইউনিয়নের হরিনাথ পাড়ার মনুজয় চাকমা ছেলে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করে পুলিশ। আহত যুবক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কালেক্টর বলে থানা সুত্র জানিয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই গোলাগুলির শব্দ শোনা যায়। গোলাগুলি বন্ধ হওয়ার বেশ কিছুক্ষণ পরে জানা যায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ও যামিনীপাড়া জোনের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে বিজিবি এর সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অনুপম চাকমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আহত অনুপম চাকমার নামে একটি অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
২৩বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিম জানান, অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে বিজিবির এডি নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থল এলাকায় টহল দিচ্ছেন এবং যামিনীপাড়া জোন সদরের দায়িত্বপূর্ণ এলাকা ও অধীনস্থ সকল বিওপি/ক্যাম্প এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ টহল তৎপরতা জোরদার করার পাশাপাশি সকলকে সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।