[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটি প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রিন্ট মিডিয়াকে সত্যের প্রতীক হিসেবে জানি: উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার

৪৯

॥ মোঃ নুরুল আমিন ॥

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার বলেছেন, সাংবাদিকদের লেখনির দ্বারা পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিতে হবে। একটি সত্য কথা প্রকাশ করতে গেলে সাংবাদিকদের নানান সমস্যায় পড়তে হয়। প্রিন্ট মিডিয়াকে সত্যের প্রতীক হিসেবে জানি। বুধবার (২৩ নভেম্বর) সকালে রাঙ্গামাটি প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার আল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার), সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির। এছাড়াও বক্তব্য রাখেন রাঙ্গামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণের সম্পাদক এবং প্রেসক্লাব এর সাবেক সভাপতি একেএম মকসুদ আহমেদ এবং প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে সহ রাঙ্গামাটি জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

উপাচার্য আরো বলেন, সাংবাদিকদের অনেক অসুবিধা আছে। তারপরও এগিয়ে যেতে হবে। যদি সাংবাদিকরা লেখা বন্ধ করে দেয় তাহলে পার্বত্য চট্টগ্রামের উন্নতি হবে কিভাবে। দেশের যারা নীতি নির্ধারক আছেন, তাঁরাও বুঝবে কিভাবে। তাই সাংবাদিকদের লেখনি অব্যাহত থাকতে হবে। বসে থাকলে চলবে না।

এর আগে রাঙ্গামাটি প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল আটটায় শহরের ভেদভেদীস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সদস্যবৃন্দ। এরপর আলোচনা সভা শেষে দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ভোজ আয়োজনের মধ্যদিয়ে সভা শেষ হয়।