রাঙ্গামাটির লংগদুতে ১২লিটার চোলাই মদ সহ আটক ১
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলায় অভিযান চালিয়ে ১২লিটার দেশীয় চোলাই মদ সহ মোস্তফা (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ৪নং বগাচতর ইউনিয়নে বৈরাগী বাজারে মাদক কারবারি মোস্তফার দোকানে অভিযান চারিয়ে এই মদ সহ তাকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, লংগদু থানার এস.আই এনামুল হক, আব্দুল খালেক ও রিটন দে গোপন সংবাদের ভিত্তিতে বাজারের প্রায় শতাধিক লোকজনের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক তার দোকান থেকে ১২লিটার দেশীয় চোলাই মদ সহ তাকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত মাদক কারবারির বাড়ি বগাচতর ইউনিয়নের পেটান্যামছড়া ৯নং ওয়ার্ডের কিন্তু বৈরাগী বাজারে তার দোকান রয়েছে, সেখানেই সে দীর্ঘদিন যাবত ব্যবসার পাশাপাশি গোপনে মাদকের ব্যবসা করে আসছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি আরো জানান, মাদক তরুণ সমাজকে ধবংসকারী একটি বস্তু। তাই সকলকে মাদক করবারিদের ব্যাপারে বিষয় আরো সচেতন হতে হবে।