মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়ন পর্যায়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে বাটনাতলী ইউনিয়ন পরিষদ সম্মেলস কক্ষে উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম। এতে স্বাগত বক্তব্য রাখেন, বান্দরবন অফিসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (গবধষ) মোঃ ফরহাদ আজিম।
এ সময় ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ওবায়দুল হক, ইউপি সচিব মোঃ মোশারফ হোসেন মজনু, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড অফিসার আব্দুল মান্নান, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, কাবিদাং প্রতিনিধি রাম্প্রু মারমা, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন প্রতিনিধি অংগ্য মারমার ছাড়াও সাংবাদিক, শিক্ষক, ছাত্রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালায় পরিবেশ দূষণের কারণ গুলো গ্রুপ আকারে উপস্থাপন করা হয়। সেই সাথে পরিবেশ সুরক্ষায় সকলে মিলে কিভাবে দূষণ কমিয়ে আনাতে পারি সে সম্পর্কে মতামত প্রদান করেন অংশগ্রহণকারীরা। তাদের আলোচনা উঠে আসে অবৈধ বালু উত্তোলন, অবাধে বৃক্ষ নিধন, কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরি, হালদার উজানে তামাক চাষ, অধিক লাভবানের আসায় অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা ও যত্রতত্র পলিথিনের ব্যবহার।
এ সমস্যা থেকে সমাধানের লক্ষে বক্তারা বলেন, একটি বাসযোগ্য পৃথিবী আমাদের সবার কাম্য হলেও নানা কারণে আজকে সেই পৃথিবী থেকে আমরা বঞ্চিত। সবাই যে পরিবেশে গড়ে উঠছে সেই পরিবেশকে আমাদের মতো কিছু মানুষ দিনদিন বিষাক্ত করে তুলছে। আমাদের আশপাশের সবকিছু নিয়ে আমাদের পরিবেশ । এগুলোর কোনোটিকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না। তাই পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা মূলক কার্যক্রমে এগিয়ে আসতে হবে। আমি, আপনি, আমরা সকলকের সচেতনতার মধ্য দিয়ে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকবে।