কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ” এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” সভা
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১নভেম্বর) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ সঠিক ইতিহাস শীর্ষক আলোচনা সভা করা হয়। উক্ত সভায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর ও অনিল কুমার আসামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। বিশেষ অতিথি ছিলেন মারজান হোসাইন সহকারী কমিশনার (ভূমি), কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, সাঃ সম্পাদক ঝুলন দত্ত। মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা ইস্রাফিল হোসেন। মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের ৭১এর রণাঙ্গনের ৯মাসের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন অপারেশন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিকথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন।
এর আগে তথ্য অফিসের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।