রাঙ্গামাটির নানিয়ারচরে তক্ষক সহ ব্যবসায়ী আটক
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় বন্যপ্রানী তক্ষক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল তক্ষক সহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে গোপন সংবাদ পেয়ে ঘটনার সাথে জড়িত নিজাম উদ্দিন হাওলাদারকে আটক করে পুলিশ।
আটক নিজাম উদ্দিন হাওলাদার (৬২) বরিশালের তালতলী উপজেলার অংকুজাপাড়া গ্রামের হাজী আবুল হাসেমের ছেলে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িত নিজাম বলেন, সোহেল ও মনির তক্ষকটি তাকে দিয়ে পালিয়ে যায়।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে গোপন সংবাদ পান। পরে বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারীতে রাখেন। তক্ষক ব্যবসায়ী নিজাম সন্ধ্যায় বুড়িঘাট এলাকায় বেচাকেনার চেষ্টা করলে স্থানীয় লোকজনের মাধ্যমে তাকে রাত সাড়ে আটটার সময় আটক করতে সক্ষম হন। পরে পুলিশের একাধিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তক্ষক পাচার কাজে জড়িত চক্রদের। পুলিশ জানায় বন্যপ্রানী পাচার ও ব্যবসায় জড়িত বুড়িঘাট এলাকার জনৈক নুরু মিয়ার ছেলে সোহেল (২৫) ও আব্দুল লতিফ হাওরাদারের ছেলে মনির (২৫) সহ আরো ৬/৭ জনের সংশ্লিষ্টতা রয়েছে। জড়িতদের আটকের বিষয়ে পুলিশ সজাগ রয়েছে বলে জানান।
এদিকে উদ্ধারকৃত তক্ষকটি পরে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রানী সংরক্ষণ আইনে মামলা করা হবে বলেও জানান।