রাঙ্গামাটিতে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০ঘটিকার সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্স এর শুরুতে নব যোগদানকৃত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার পরস্পর ফুলেল শুভেচ্ছা বিনিমিয় করেন। এ সময় রাঙ্গামাটি জেলার বিচার বিভাগীয় সকল ম্যাজিস্ট্রেটগন উপস্থিত ছিলেন। কনফারেন্সে পুলিশ সপুার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, জেলা কামান্ড্যান্ট মোঃ আব্দুল মোন্তাকিম, সদর হাসপাতালের আরএমও ডা শওকত আকবর খান, জেলা আইনজীবি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় বন কর্মকর্তগন, রাঙ্গামাটির সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন (ওসি) এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সম্মেলনে গ্রেফতার ও আটকের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগন কর্তৃক করণীয় সম্পর্কে একটি তথ্যবহুল আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত সংশ্লিষ্ট আইনের বিধান এবং আদালতের আদেশ মেনে চলার জন্য সকল ওসি এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
পরে উপস্থিত সকলে একটি উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন। এতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু হানিফ অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। পরে সমাপনী বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সবাইকে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ কাজ করে বিচারিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।