লংগদুতে ভুয়া ডাক্তার আটক
॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে একজন ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলার মাইনীমূখ বাজারের মাইনীমূখ মেডিকেল সেন্টার নামক একটি চিকিৎসা সেবা কেন্দ্রে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব উদ্দিন।
অভিযানে মাসুদ রানা (৪৫) নামের একজন প্রতারককে আটক করে দুই বছরের সাঁজা দেন ভ্রাম্যামাণ আদালত। আটক মাসুদ রানা ‘ডা. মাসুদ করিম’ নামের একজন চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডিগ্রী ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, আটক মাসুদ রানা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বিমান বন্দর সড়কের হাতিখানা নামক এলাকার আব্দুল হান্নানে ছেলে। এই প্রতারক চিকিৎসক গত রবিবার থেকে মাইনীমূখ বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বাঘাইছড়ি ও এবং লংগদুর করল্যাছড়িতে ডায়গনস্টিক সেন্টার ও ফার্মেসীতে বসে সাধারণ মানুষের সাথে চিকিৎসার নামে প্রতারণা করেছে।
আদালত পরিচালনার সময় লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন, মেডিকেল অফিসার ডা. তাহসিন আহামেদ, এসআই শাহাবুর আলম, এসআই আরিফ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন জানান, প্রতারণার দায়ে অভিযুক্ত মাসুদ রানাকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে দুই বছরের সাঁজা দেয়া হয়েছে। বর্তমানে আসামীকে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল (শুক্রবার) সকালে রাঙ্গামাটি জেলা কারাগারে পাঠানো হবে। আমরা খোজঁ নিয়ে দেখেছি আটক মাসুদ রানার বিরুদ্ধে আগেও চিকিৎসকের নামে প্রতারণার অভিযোগে কুষ্টিয়া, হবিগঞ্জ ও পাবনা জেলায় মামলা হয়েছিল।