[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে আর্জেন্টাইন ফুটবল প্রেমিদের বিশাল শোডাউন

১৭৩

আরিফুর রহমান

আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে রাঙ্গামাটিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টাইন ফুটবল সমর্থকেরা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে আর্জেন্টিনা সমর্থকদের আয়োজনে শতাধিক মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য এ মোটর শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের রিজার্ভবাজারস্থ পুরানবস্তি-জুলুক্যা পাহাড় ‘Y’ আকৃতির আর্জেন্টিনা পতাকার রঙে রাঙানো সংযোগ সেতুটিতে এসে শেষ হয়।

শোভাযাত্রায় শহরের বিভিন্ন অংশ থেকে আসা আর্জেন্টাইন ফুটবল প্রেমিরা অংশগ্রহণ করে। অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক বিশাল চাকমা বলেন, কয়েকদিন পর ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে। এ উপলক্ষে শোভাযাত্রা হবে শুনে ভেদাভেদি থেকে অংশ নিতে এসেছি। এই বিশ্বকাপে আর্জেন্টিনা দল নি:সন্দেহে অন্য দলের চাইতে অনেক শক্তিশালী। বর্তমান আর্জেন্টিনা দলে অনেক তারকা খেলোয়াড় থাকায় এই দলটি আক্রমন ভাগে যেকোনো দলের ডিফেন্স সিস্টেমকে নিমিষেই গুড়িয়ে দিতে পারে তা বলার অপেক্ষা রাখে না। তাই আমি বলবো এবারের বিশ্বকাপটির দাবিদার আর্জেন্টিনা।

আরেক সমর্থক রাশেদ বলেন, ফুটবল মানেই আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবার বিশ্বকাপের দাবীদার। বিশ্বকাপে মেসি ম্যাজিকের অপেক্ষায় আছি। আর্জেন্টিনা সমর্থক রকি দত্ত বলেন, আগামী ২২ তারিখ প্রিয় দল আর্জেন্টিনার খেলা। সেই উপলক্ষে প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আনন্দ র‍্যালি করেছি।

 

ছবি সুপ্রিয় চাকমা শুভ