নানিয়ারচরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলতি মৌসুমে ১৯০ জন কৃষকের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষে ১০ কেজি এমওপি সার, ১০কেজি ডিএপি সার ও ১কেজি হারে শরিষা বীজ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন ছায়ামঞ্চে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান।
এসময় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, উপজেলা কৃষি অফিসার মোঃ মেসবাহ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টিপু সুলতান ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইসাহাক উদ্দিনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে ফজলুর রহমান বলেন, করোনা পরবর্তী সময় ও রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়নে উদ্যোগ নিয়েছেন। এক খন্ড জমিও যাতে অনাবাদী না থাকে সে লক্ষে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
এসময় তিনি সকলকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যার যেখানে যতটুকু জায়গা আছে, প্রতিষ্ঠানভিত্তিকও যেখানে যতটুকু খালি জায়গা যে যা পারবেন কিছু উৎপাদন করবেন। উৎপাদন করে অন্তত নিজেদের খাদ্যটা নিজেরা জোগাড় করার চেষ্টা করবেন। যাতে বাজারের ওপর চাপ না পড়ে। এসময় উপজেলার ৪টি ইউনিয়ন থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত থেকে বিজ সংগ্রহ করেন।