[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকাল
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

১০৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬নভেম্বর) বিকেলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন আরা সুলতানা (উপসচিব)। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, কৃষি অফিসার মোঃ হাছিনুর রহমান। এ সময় মানিকছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মংচাইঞো মারমা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ লিয়াকত আলী, পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস, মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. মুরাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণকারী সরকারি-বেসকারি প্রতিষ্ঠান ও প্রকল্প উপস্থাপনকারী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এর আগে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

মেলায় চারটি প্যাভিলিয়নে ৩০টি প্রতিষ্ঠান অংশকগ্রহণ করে। যার মধ্যে প্যাভিলিয়ন-১ (উদ্যোগ এবং স্টার্টআপ), প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা), প্যাভিলিয়ন-৩ (হাতের মুঠোয় সেবা), প্যাভিলিয়ন-৪ (শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান) মেলায় সরকারি দপ্তর সমূহের অংশগ্রহণের মাধ্যমে নাগরিকবান্ধব সেবা প্রদানের ব্যবস্থা করা হয়। সেই সাথে সেবা প্রদান প্রক্রিয়া সম্পর্কে অবহিতকরণ ও উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন সেবার প্রদর্শনি লক্ষ করা যায়। উদ্ভাবনী এ মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে তিন স্টলকে মূল্যায়ন পূর্বক পুরষ্কৃত করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, দ্বিতীয় স্থান তথ্য আপা প্রকল্প ও তৃতীয় স্থান নির্বাচিত হন বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ।