বান্দরবানে ডিজিটাল উদ্ভাবনী মেলা নিয়ে প্রশাসনের প্রেস ব্রিফিং
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে ডিজিটাল উদ্ভাবনী মেলা নিয়ে গনমাধ্যম কর্মীদের মাঝে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন। বুধবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কনফারেন্স হল রুমে গনমাধ্যম কর্মীদের মাঝে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এসময় আগামী ২০ ও ২১শে নভেম্বর ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে মেলায় বিষয়ভিত্তিক ৪টি প্যাভিলিয়নে কি ধরণের প্রদর্শনীর ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে সাংবাদিকদের কাছে তুলে ধরা হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এর সার্বিক দিকনির্দেশনায় প্রযুক্তি বান্ধব নানা উদ্বাবন ও সেবা তৈরির মাধ্যমে ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে। এবারে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৬০ টির ও বেশী স্টল অংশগ্রহণ করবেন বলে জানান জেলা প্রশাসক।
এছাড়াও প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে জীবনকে আরো সহজ করার নানা উদ্ভাবনী প্রকল্প মেলায় প্রদর্শনীতে থাকবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ডা. মোঃ শেখ সাদেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন