[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিতখুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতে সিদ্ধান্তে মাটিরাঙ্গায় ক্ষোভখাগড়াছড়ির রামগ‌ড়ে ভোট ফর ধা‌নের শীষ এর ক্যাম্পেইনমাটিরাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির দীঘিনালায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধনছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে দীঘিনালা কলেজ ছাত্রদলের বিক্ষোভমাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে জেন্ডার ভিত্তিক সংহিংসতা বিষয়ক শীর্ষক কর্মশালা

৫৯

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে Canada I UNDP এর সহযোগিতায় তহ্জিংডং এর আয়োজনে GBV I VAW জেন্ডার ভিত্তিক সংহিসতা বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকালে মেঘলা হলিডে ইন কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সিংয়ং ম্রো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তহ্জিংডং ওমেন এন্ড গার্লস এম্পাওয়ারমেন্ট প্রকল্প ব্যাবস্থাপক ম্যাম্যাসিং মারমা। এসময় বক্তারা সমাজে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক বিভিন্ন শিক্ষনীয় ও সচেতনতা মূলক দিক নিয়ে আলোচনা করেন।

বক্তারা আরো বলেন, নারী ও পুরুষ উভয়েই জেন্ডার-ভিত্তিক সংহিসতা বা নির্যাতনের শিকার হয়ে থাকলেও নারী ও কিশোরীদের নির্যাতনের শিকার হওয়ার ঘটনার অনুপাত বেশী। এছাড়াও কন্যা শিশু,প্রতিবন্ধী নারী,বয়স্ক লোক,তৃতীয় লিঙ্গের ব্যক্তি এবং সমাজে দুর্বলরা জেন্ডার ভিত্তিক সহিংসতা বা নির্যাতনের শিকার হয়।

বক্তারা আরো বলেন, বান্দরবানে লামা উপজেলায় সবচেয়ে বেশি নারীরা সামজিক ও পারিবারিক ভাবে নির্যাতনের শিকার বেশি হচ্ছে। তাই শিশু নির্যাতন এড়ানোর জন্য শিশু কেয়ার গিভার সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে তবেই কেয়ার গিভার নিয়োগ দিতে হবে বলে মতামত প্রকাশ করেন।

এদিকে সমাজে এ ধরনের অপরাধ সংগঠিত হলে জাতীয় জরুরী সেবা ৯৯৯,নারী ও শিশু নির্যাতন ১০৯,১০৯২১,সরকারি আইন সেবা ১৬৪৩০,জাতীয় তথ্য সেবা ৩৩৩ এ সকল নাম্বারে যোগাযোগ করা পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে GBV (বিএনকেএস) প্রশিক্ষক উবানু মারমা সঞ্চালনায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা, ,যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ হাছান আলী, এসআইভি, সিএইচটি ,ইউএনডিপি পাইচিংউ মারমা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান সমাজ সেবা উপ- পরিচালক মিল্টন মুহুরীসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।