কাপ্তাই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অর্থ বিতরণ
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
গত সোমবার কাপ্তাই নতুনবাজার ও কার্গোর নিচে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নতুনবাজার বণিক কল্যাণ সমিতি কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্ত ইয়াছিন, নাছির ও রুবেলকে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ হতে জনপ্রতি ১০হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। আর্থিক অনুদান প্রদান করেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও ৪নংইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী, কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সভাপতি কাজী সামশুল ইসলাম আজমীর, সম্পাদক আকতার আলম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি এম. নুরু উদ্দিন সুমনসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।