রোয়াংছড়িতে ২৫০জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি বীজ বিতরণ
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২টি ইউনিয়নের ১১৪জন প্রান্তিক কৃষকে কৃষি বীজ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রোয়াংছড়ি ও আলেক্ষ্যং ইউনিয়নে এ বীজ প্রদান করা হয়।
এসময় জনপ্রতি ২কেজি হাইব্রিড ভুট্টা বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার, ১কেজি হাইব্রিড সূর্যমুখীর বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০কেজি এমওপি সার এবং ১কেজি সরিষা বীজ ও ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সারসহ প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার প্রদান করা হয়েছে।
কৃষি প্রণোদনার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অংসাজাই মারমা প্রমূখ।
বিতরণকালে কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা জানান, আজকে দুইটি ইউনিয়নের মোট ১১৪জন কৃষকের প্রণোদনা প্রদান করা হয়েছে। আগামীকাল আরো ২টি ইউনিয়ন তারাছা ও নোয়াপতং ইউনিয়নের মোট ১৩৬জন কৃষকদের কৃষি প্রণোদনার প্রদান করা হবে। নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী তার বক্তব্যে আগামী দিনে দুর্যোগ মোকাবেলা করতে জমি অনাবাদি না রেখে চাষাবাদ করতে কৃষকদের পরামর্শ দেন।