রোয়াংছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
“দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আয়োজনে মধ্য দিয়ে বান্দরবান রোয়াংছড়ি উপজেলাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (১৫- ১৭ নভেম্বর ২০২২) ফায়ার সপ্তাহ পালিত হয়েছে ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে আলোচনায় ফায়ার কর্মীর আবু বক্কর সঞ্চালনায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, রোয়াংছড়ি কলেজের ভাইস প্রভাষক উহাইসিং মারমা, ফায়ার স্টেশন কর্মকর্তা মিজান।
এসময়ে প্রধান অতিথি চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বহুমাত্রিক সেবা কাজে নিয়োজিত। চলমান সেবা কাজের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন ধারণা যোগ হচ্ছে। শিল্পায়ন ও নগরায়নের ব্যাপকতার ফলে দেশে দুর্ঘটনার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দুর্যোগে উদ্ধারকাজ পরিচালনায় দেখা দিচ্ছে নিত্যনতুন চ্যালেঞ্জ। এসকল চ্যালেঞ্জ মোকাবেলায় ফায়ার সার্ভিস কর্মীদের আধুনিক সরঞ্জাম সরবরাহ ও উন্নত প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। সরকার এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি আশা করি। ও সিভিল ডিফেন্স কর্মীদের মোতায়েন করা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গণমুখী সেবা হিসাবে কাজ করে যাচ্ছে। আমরা পেশাধারি মনোভাব নিয়ে দায়িত্ব পালন করে দেশের উন্নয়ন বাস্তবায়নে পরিপূর্ণ নিরাপত্তা দিতে অঙ্গীকারবদ্ধ।
এসময়ে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেসক্লাবে অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা, ওয়াগয় পাড়া কারবারি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাগন ও প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সহ গণমান্য ও রোয়াংছড়ি কলেজের ছাত্র-ছাত্রীসহ প্রমুখ।